ঢাকা ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
এম.সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে “প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর দেশপ্রেম, আত্মত্যাগ ও নীতি আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে এদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আ’লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী,ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, নাজমুল হুদা পলাশ, রাকিবুল হাসান রাসেল, শিক্ষার্থী তাহসিনাহ তাসনীম নিশাত, পল্লব এ রাসুলসহ তরুন প্রজন্মের প্রতিনিধিরা তাদের ভাবনায় বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুমন শিকদার।
Design and developed by zahidit.com