ঢাকা ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
গাভী পালনের মাধ্যমে নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অসহায়-দুস্থ নারীদের গাভী পালন বিয়ষক প্রশিক্ষণ ও তাদের মাঝে বিনামুল্যে গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
সন্ধ্যায় হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ‘যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা (জাগো)। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে হরিশপুর গ্রামের ৭ জন দুস্থ-অসহায় নারীর মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়।
হরিণাকুন্ডুর জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মশিউর রহমান, লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা (জাগো)’র নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ৭ জন দুস্থ-অসহায় নারীর মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়।
Design and developed by zahidit.com