ঢাকা ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
এম.সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু-
পৌষের আগমন জানান দিচ্ছে তীব্র শীতের । এরই মাঝে নামতে শুরু করেছে তাপমাত্রা।আবহাওয়াবীদরা বলছেন সামনে অন্তত দুটি শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গত দু‘দিনে দেশের বিভিন্ন স্থানের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতেও তাপমাত্রা নামার পারদ পরিলক্ষিত হচ্ছে। ফলে শীতে নাকাল সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলের হতদরিদ্র অসহায় মানুষ তীব্র শীতে ঘরবন্দি হয়ে পড়েছেন। শীতবস্ত্র কেনার সামর্থ না থাকায় তারা বের হতে পারছেন না দৈনন্দিন কাজে, ফলে অনেকেই হয়ে পড়ছেন কর্মহীন।
এরই মাঝে এসব হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। জনপ্রতিনিধিদের তালিকা ছাড়াই ছুটছেন শীতার্ত মানুষের দারে দারে, দিচ্ছেন কম্বল। গত একসপ্তাহে তিনি উপজেলার বিভিন্ন হাট বাজার,মাদরাসা,এতিমখানা, বৃদ্ধাশ্রম, গুচ্ছগ্রামসহ বাড়ি বাড়ি গিয়ে সহ¯্রাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিতলী বাজার, ঘোড়াগাছা, ভাতুড়িয়া,কন্যাদাহসহ কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
শারীরিক প্রতিবন্ধী উপজেলার কন্যাদাহ গ্রামের ষাটার্দ্ধ মনজের আলী হুইলচেয়ারে চেপে যাচ্ছিলেন কাজে, পথেই তাকে দাড় করিয়ে কম্বল পরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এসময় অসহায় মনজের আলী বলেন, এতোবছর বয়স হল কোনদিন কম্বল পাইনি, চেয়ারম্যান মেম্বর নিজেদের লোকের কম্বল দেয়। প্রথমবার রাস্তার মাঝে এভাবে শীতবস্ত্র পেয়ে বেজায় খুশি এই অসহায় মনজের আলী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বলেন, সরকার দেশের অসহায় মানুষের জন্য কাজ করছে। সরকারের ভিষণ বাস্তবায়নে জনগনের দোরগড়ায় সেবা পৌছে দেওয়ায় আমাদের কাজ। অসহায় শীতার্ত মানুষকে খুজে বের করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে খুশি তিনি।
Design and developed by zahidit.com