ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৭
কালীগঞ্জ ॥ ঝিনাইদহের কালীগঞ্জের নলডাঙ্গা সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবৈধভাবে বিদ্যুৎ দিতে রাজী না হওয়ায় তাকে লাঞ্ছিত করেছে ব্যবসায়ী নামের ৩ উচ্ছৃংখল যুবক। তারা স্কুলের জমিতেই ঘর বানিয়ে ব্যবসা করছে।
বৃহস্পতিবার দুপুরে তারা বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় পুলিশ আক্তার হোসেন বিলুসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নলডাঙ্গা ভূষণ স্কুলের পাশে গড়ে তোলা ভুষিমাল ব্যবসায়ী প্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিতে ব্যবসায়ীরা প্রধান শিক্ষকের কাছে যান। এ সময় প্রধান শিক্ষক তাদের জানায় এমপি আনোয়ারুল আজিম আনারের সাথে কথা বলে পরে তার সিদ্ধান্ত জানাবো। এর কিছুক্ষণ পর আক্তার হোসেন বিলুর নেতৃত্বে ৩ যুবক প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করে ও প্রধান শিক্ষককে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাঞ্ছিত করে।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার সকালে বিলু এসে স্কুলের জমিতে অবৈধ ভাবে করা ঘরে বিদ্যুৎ সংযোগ নেবার জন্য একটি কাগজ নিয়ে আসে। তিনি এসে আমাকে ওই কাগজে স্বাক্ষর করতে বলেন। আমি বেআইনী কাজ করতে পারবো না বলে জানিয়ে দিলে সে বাইরে গিয়ে ইয়াসিন ও মনি নামে আরো দুইজনকে নিয়ে এসে গালিগালাজ করে। প্রধান শিক্ষক আরো জানান, স্কুলের অনুমতি না নিয়ে স্কুলের জমিতে তারা ঘর তুলে অবৈধ ভাবে ব্যবসা করছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে তারা বিদ্যুৎ সংযোগ নিতে তাকে চাপ সৃষ্টি করে। বিষয়টি তিনি স্থানীয় এমপিকে জানিয়েছেন বলেও জানান।
প্রধান শিক্ষক মকবুল হোসেন এ প্রতিবেদককে আরো জানান, বিষয়টির সমাধান না হলে তিনি মানববন্ধনসহ ডিসি স্যারকে জানাবেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আক্তার হোসেন বিলু, ইয়াসিন ও মনিকে থানায় জিজ্ঞাসবাদের জন্য নিয়ে আসা হয়েছে। শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।
Design and developed by zahidit.com