ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ঝিনাইদহেও ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে বেশ কয়েকজন। এ পরিস্থিতিতে ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, ডেঙ্গুমুক্ত দেশ চাই পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)তে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলীর নেতৃত্বে টিটিসি প্রাঙ্গন পরিস্কার শুরু করা হয়। এতে অংশ নেয় প্রতিষ্ঠানটির বিভিন্ন ট্রেডের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসয়ময় অংশগ্রহণকারীরা নিজ বাড়ির আঙ্গিনায় জমে থাকা পানি পরিষ্কারসহ এডিস মশা থেকে সচেতন থাকার আহবান জানান। কর্মসূচীতে ওই প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর হায়দার হোসেন, সিনিয়র ইন্সট্রাক্টর রূপালী খাতুন, প্রধান সহকারী শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Design and developed by zahidit.com