ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৭
অভাবের তাড়নায় কামলা খাটতে গিয়ে পঙ্গুত্ব বরণ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আশরাফুল ইসলামের দায়িত্ব নিয়েছেন জবি ভিসি ড. মীনাজুর রহমান। আশরাফুলে বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামে।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশরাফুলকে ঝিনাইদহ থেকে ঢাকায় আনার অ্যাম্বুলেন্স ভাড়াসহ সমস্ত চিকিৎসার ব্যয়ভার উপাচার্য মহোদয় নিয়েছেন। চরম অভাব ও পিতার দারিদ্রতার কারণে ঈদের আগে তিনি পাঁচশ টাকার হাজিরাতে শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন কুষ্টিয়ার হরিনারায়নপুর বাজারে। পথিমধ্যে তাদের নছিমন গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়ে তার বাম পাটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।
ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুলকে ফোন করেন তার ডিপার্টমেন্টের প্রধান ড. আবু জাফর। তিনি তার চিকিৎসার সর্ব শেষ অবস্থার খোঁজ নেন এবং দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন।
Design and developed by zahidit.com