মাদক ও জঙ্গিবাদ রুখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ঝিনাইদহ সদর থানার ওসি’র মতবিনিময়

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৭

মাদক ও জঙ্গিবাদ রুখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ঝিনাইদহ সদর থানার ওসি’র মতবিনিময়

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –
সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ রুখতে ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ।
তিনি সরকারি দ্বায়িত্ব পালনের পাশাপাশি সদর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আলোচনা অব্যহত রেখেছেন। এরই অংশ হিসেবে রোববার ঝিনাইদহ কলেজ, মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভা ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সদর থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেসময় ওসি এমদাদুল হক শেখ বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ভুমিকা অপরিপহার্য। বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তাই মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দুরে থাকতে হবে। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার শপথ নিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই সমাজ থেকে সকল অপরাধ মুছে যাক। এতে সকলের সহযোগীতা প্রয়োজন। যারা দেশ বিরোধী কর্মকান্ড করছে বা জড়িত তাদেরকে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ