ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক :
ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টার দিকে শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস এ্যাসোসিয়েশন জেলা শাখার আয়োজনে বর্নাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ।
এতে সংগঠনের ঝিনাইদহ জেলা আহবায়ক কুষ্টিয়া আমলা সরকারী কলেজের অধ্যক্ষ মহব্বত হোসেন টিপু, সংগঠনের সদস্য যশোর রুপালী ব্যাংকের জোনাল হেড মো: ইমান আলী, মাগুরা জেলার যুগ্ম-জেলা ও দায়রা জজ শাজাহান আলী, ঝিনাইদহ যুগ্ম-জেলা ও দায়রা জজ আব্দুল মতিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা স্মৃতিচারণের পাশাপাশি বলেন, ঝিনাইদহ জেলার অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে কর্মজীবনে সরকার-বেসরকারী গুরুত্বপূর্ণ খাতে দক্ষতার সাথে দায়িত্বপালন করে দেশ পরিচালনায় ভূমিকা রাখছে।
স্মৃতি চারণ শেষে মধ্যাহ্ন ভোজ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Design and developed by zahidit.com