ঢাকা ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
ঝিনাইদহ সংবাদ ডেস্ক :
মো: ফাহাদ মিয়া, ঝিনাইদহ শহরের ইউকে ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা দিচ্ছেন।লেখা শেষ চলছে রিভিশন কেননা ভুল হলে চলবে না, প্রমান করতে হবে নিজের মেধার শ্রেষ্ঠত্ব।
এভাবে প্রতিটি শিক্ষার্থীই প্রাণপনে চেষ্টা করছে বৃত্তি পরীক্ষায় ভাল করতে। সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলাতেও বাংলাদেশ কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘এ্যাসোসিয়েশন’ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন দুপুর ২ টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলছে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত।
ঝিনাইদহ শহরের সিটি কলেজ ও নিউ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে জেলার ৩৫ টি কিন্ডার গার্ডেন স্কুলের ১ হাজার ২শ’ ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এদিকে পরীক্ষায় উপলক্ষে কেন্দ্রগুলোতে রয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের একাধীক টিম সার্বক্ষনিক কেন্দ্রগুলোতে টহল দিচ্ছে।
দ্বিতীয় দিনে আজ অনুষ্ঠিত হচ্ছে গণিত বিষয়ের পরীক্ষা। আগামীকাল বাংলা বিষয়ের মধ্যদিয়ে শেষ হবে বৃত্তি পরীক্ষা।
Design and developed by zahidit.com