ঢাকা ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৮
ঝিনাইদহ সংবাদ ডেস্ক :
আগামী এক বছরের জন্য ঝিনাইদহ জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফোকলোর বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রনি আহমেদ কে সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম শহিদ কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের জনসংযোগ দপ্তরে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষিত হয়। অনুষ্ঠিত সভায় ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ও ফার্মেসী বিভাগের প্রফেসর ড. গোলাম সাদিক, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ও পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. প্রভাস কুমার কর্মকার, ফোকলোর বিভাগের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ পারভেজ রানা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারী।
এছাড়া ঝিনাইদহ জেলা সমিতির সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার অন্যান্য উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী এক মাসের মধ্যে কমিটি পর্ণাঙ্গ করে জেলা সমিতির উপদেষ্ঠা মন্ডলীর কাছে জমা দিতে বলা হয়েছে।
Design and developed by zahidit.com