বিএফএফ -সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব -২০১৮ ঝিনাইদহ জেলায় চ্যাম্পিয়ন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

বিএফএফ -সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব -২০১৮ ঝিনাইদহ জেলায় চ্যাম্পিয়ন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

“ বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব -২০১৮ গতকাল বুধবার ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগীতায় ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় টানা ৫ম বার জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে । প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ফজর আলী বালিকা স্কুল এন্ড কলেজ , ঝিনাইদহ দল। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা ঝিলিক গাঙ্গুলী ।
গতকাল বুধবার সকাল ৯ টায় সুহৃদ সমাবেশ ঝিনাইদহ জেলার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে প্রতিযোগীতার উদ্ভোধন করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান। এর আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রী , অতিথি, সঞ্চালক , বিচারক , শিক্ষকবৃন্দসহ উপস্থিত সুহৃদ সমাবেশের সদস্য বৃন্দ সমবেত জাতীয় সংগীত পরিবেশেন করে উৎসবের শুভ সুচনা করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমকাল ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু। পরে দুপুরে ঝিনাইদহ সরকারী কে, সি,বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান, রানার্স আপ ও শ্রেষ্ঠ বক্তার মাঝে পুরস্কার বিতারণ করেন । এ প্রতিযোগিতায় জেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি হলো ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয়, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ , ঝিনাইদহ, ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ, বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় , পি, ডি, আর মাধ্যমিক বিদ্যালয়, মনতেজার রহমান বালিকা বিদ্যালয় শৈলকুপা ও শাখারীদাহ মাধ্যমিক বিদ্যালয় হরিণাকু-ুূ ।
বিতর্ক প্রতিযোগিতা ১ম রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল এই তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিপক্ষ ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে এবং ঝিনাইদহ ফজর আলী বালিকা স্কুল এন্ড কলেজ ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে ফাইনালে ওঠে। চুড়ান্ত রাউন্ডে ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় টানা ৫ম বারের মত চ্যাম্পিয়ন হয়। তাদের দলনেতা ঝিলিক গাঙ্গুলী ১১৭ নম্বর পেয়ে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়। ফজর আলী বালিকা স্কুল এন্ড কলেজ ঝিনাইদহ, টানা দ্বিতীয়বার রানার্সআপ হয়। অনুষ্ঠানে মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ নারিকেল বাড়িয়া ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ আব্দুস সালাম । এছাড়াও বিচারকের দায়িত্ব পালন করেন, হরিণাকুন্ডু লালন শাহ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুজ্জামান, ঝিনাইদহ আব্দুর রউফ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক খুরশিদ মোহম্মদ সালেহ ও জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ তাজনুর রহমান। প্রতিযোগিতায় সার্বিক সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করে সমকাল ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু । এছাড়া প্রতিযোগিতায় ফলাফল প্রস্তুত করেন সমকালের সুহৃদ সমাবেশের মেহেদী হাসান সবুজ, মিরাজ জামান রাজ ও জাহিদ সুলতান ।

এ সংক্রান্ত আরও সংবাদ