আজ থেকে ৩১তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮

আজ থেকে ৩১তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ আজ থেকে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩১তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হচ্ছে। শ্রী শ্রী কালীতলা মন্দির মহানামযজ্ঞানুষ্ঠান উদযাপন কমিটির আয়োজনে এবং কোটচাঁদপুর পৌর সনাতন ধর্মাবলম্বীবৃন্দর সার্বিক সহযোগীতায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কির্তন অনুষ্ঠিত হবে। ৪ঠা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ (১৮ এপ্রিল ২০১৮ খ্রিঃ আজ বুধবার রাত ৮ ঘটিকায় শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস। ৫,৬ ও ৭ বৈশাখ (১৯, ২০ ও ২১ এপ্রিল-১৮) ৩ দিন ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। ৮ বৈশাখ (২২ এপ্রিল ১৮) রবিবার অরুণোদয়ের শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কির্তন অনুষ্ঠিত হবে। ৯ বৈশাখ (২৩ এপ্রিল-১৮) ভোগ মহোৎসব অনুষ্ঠিত হবে। নাম সুধা পরিবেশনায় থাকবেন- শ্যামনগরের নব অষ্টসখী সম্প্রদায়, খুলনার গুরুভক্ত সম্প্রদায়, খুলনার শান্তিমাতা সম্প্রদায় (অষ্টসখী), ডুমুরিয়ার স্বর্গসুধা সম্প্রদায়, সাতক্ষীরার শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় ও মনিরামপুরের মিতালী সম্প্রদায়সহ স্থানীয় হরিকীর্তন সম্প্রদায়। লীলাকীর্তন পরিবেশনায় থাকবেন- ভারতের বনগার সুপ্রিয়া সরকার, ভারতের বশিরহাটের প্রাণ প্রদীপ ঘোষ ও ভারতের উত্তর চব্বিশ পরগোনার জয়িতা দাসী।

মহানামযজ্ঞের সভাপতিত্ব করবেন- সলেমানপুর কালীতলা মন্দিরের সভাপতি মহাদেব কর্মকার। উক্ত অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রীত জানিয়েছে সলেমানপুর কালীতলা মন্দিরের হরিভক্ত পদধূলি কৃপাপ্রার্থী ও মহানামযজ্ঞের দ্বীন সেবকবৃন্দ।