ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৮
“শৈলকুপায় বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় ২৮ টি বৃত্তি পেয়ে রেকর্ড গড়ল”
ঝিনাইদহের শৈলকুপা থানার ঐতিহ্যবাহি বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অাওতায় মাধ্যমিক জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্মরণকালের সাফল্য অর্জন করেছে।
জানা গেছে শৈলকুপা থানার ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঐতিহ্যবাহী বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার ১৫ জন ছাত্র-ছাত্রি ট্যালেন্টপুলে এবং ১৩ জন শিক্ষার্থি সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে রেকর্ড গড়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল : মাহমুদুন্নবী, হাবিবুল বাশার, তন্ময় বিশ্বাস, ফারদিন অাহমদ,অমিত হাসান,হাসানুজ্জামান, মেহেদী হাসান (১), হোসেনুজ্জামান, মেহেদী হাসান(২), নিবীড় শাফুয়ান, মার্জিয়া ইসলাম, জেরিন জামান, মৌরী হুসাইন, ফৌজিয়া অাক্তার এবং সিনথিয়া ইসলাম।
সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হল, অালামিন, সিয়াম, ইমন, অাহাদ হাসান,ফাহিম, তন্ময় সরকার, রিফাদুর রহমান, জীবনুর রহমান,শামনুন্নাহার তামান্না,রোকেয়া অাক্তার, সেজুতি মল্লিক,রুবাইয়া ইসলাম এবং অাসমিয়ারা ঋতু। উল্লেক্ষ্য শৈলকুপার এমপি আব্দুল হাই এ বিদ্যালয়েরই ছাত্র ছিলেন।
Design and developed by zahidit.com