জাতীয় বিজ্ঞান মেলা–১ম পুরুষ্কার সিনিয়ে নেন ঝিনাইদাহ পলিটেকনিক ইনিস্টটিউট

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৮

জাতীয় বিজ্ঞান মেলা–১ম পুরুষ্কার সিনিয়ে নেন ঝিনাইদাহ পলিটেকনিক ইনিস্টটিউট

মো: তুরজাউন বিশ্বাস
জেলা প্রশাসন আয়জনে ৩৯ তম জাতীয় বিজ্ঞান মেলা ২০১৮ শেষ হল আজ
জেলা প্রশাসন আয়জনে ৩৯ তম জাতীয় বিজ্ঞান মেলা ২০১৮ সালে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাইয়িদুল করিম মিন্টু সাহেব এবং আরো অনেকে পুরুষ্কার বিতারন করেন ৩৯ তম জাতীয় বিজ্ঞান মেলা ২০১৮ সালে সিনিয়র গরুপে ১ম পুরুষ্কার সিনিয়ে নেন ঝিনাইদাহ পলিটেকনিক ইনিস্টটিউট
প্রকল্পের নাম: Automatic House Cleaner and life safty robot বিশেষ দল ১ম অধিকার করেন আলফা গামা বিজ্ঞান ক্লিাব , ঝিনাইদহ মহিলা কলেজ পারা । প্রকল্পের নাম: Home automation system বিশেষ দল থেকে ২য় পুরুষ্কার পেয়েছে কোট চাদপুর বিজ্ঞান ক্লিাব এবং ৩য় পুরুষ্কার পেয়েছে পুরাতন বাখর বা বিজ্ঞান ক্লিাব প্রকল্পের নাম: Question Security with Full automations System

এ সংক্রান্ত আরও সংবাদ