ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
চলতি বছর হজ যাত্রীদের জন্য প্লেন ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা (১ হাজার ৫৭৫ মার্কিন ডলার)। হজ মরসুমে ডলারের মূল্যমান হিসেবে টাকায় রূপান্তর করে ঢাকা-জেদ্দা ও মদিনা-ঢাকা রুটে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। হজ যাত্রীদের জন্য সব মিলিয়ে ১ হাজার ৫৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আওতায় রয়েছে সৌদি আরবে বিমানবন্দর চার্জ, হজ টার্মিনাল সার্ভিস চার্জ, বাংলাদেশ এম্বারকেশন ফি, সৌদি সরকারের নিরাপত্তা চার্জ ও ট্রাভেল এজেন্ট কমিশন রয়েছে।
Design and developed by zahidit.com