ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহে বিসিএস এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য স্বতন্ত্র ক্যাডার এর দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা। সকালে ঝিনাইদহের মধুপুরে টেক্সটাইল কলেজের সামনের মহাসড়কের উপর প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন বস্ত্র অধিদপ্তরের অধীন বিভিন্ন কারিগরি পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রায় ২৮০টি প্রথম শ্রেনীর কর্মকর্তা থাকলেও টেক্সটাইল গ্রাজুয়েটদের এই সকল পদ বিসিএস ক্যাডার ভুক্ত না হওয়ায় দক্ষতার স¤্রসারন হচ্ছেনা কাজেই টেক্সটাইল ইজ্ঞিনিয়ার কর্মকর্তার পদ বিসিএস ক্যাডার ভুক্ত করার জন্য সরকারের প্রতি দাবি জানায়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে এক স্বারকলিপি পেশ করে।
Design and developed by zahidit.com