ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ঝিনাইদহ:
শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চার জন্য জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ঝিনাইদহের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীতের ডিভিডি প্রদাণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ডিভিডি বিতরণ করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সহকারী জেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী, শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগীতায় জেলার ১৪’শ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের একটি করে ডিভিডি প্রদাণ করা হয়।
Design and developed by zahidit.com