সামন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

সামন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ঝিনাইদহ থেকেঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য রালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণের উক্ত আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাসান মিয়ার সভাপতিত্বে  প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ  ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,৭নং কাজিরবেড় ইউপি চেয়ারম্যান ও ইউপির  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৃষ্ঠপোষক বিএম সেলিম রেজা, মহেশপুর থানা ইনচার্জ আহম্মেদ কবির হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,  বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ  নুর হোসেন মোল্ল্যা, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক,ছাত্র মোঃ রবিউল আউয়াল বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আউয়াল প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এম,এম এমদাদ জাহিদ,প্রাক্তন শিক্ষক ও আওয়ামীলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম মাষ্টার, স্বরচিত কবিতা পাঠ করেন, প্রাক্তন ছাত্র আঃ জব্বার, বীরশ্রেষ্ঠ সরকারি হামিদুর রহমান ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কাজিরবেড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান।  আলোচনা শেষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়, ৩৮ জন গুণিজন ব্যক্তির হাতে বিশেষ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রারম্ভে সকাল ৯ ঘটিকার সময় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন, চেয়ারম্যান বিএম সেলিম রেজা, এসময় উপস্থিত ছিলেন, ইউপির সকল বীর মুক্তিযোদ্ধারা,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ সকল শিক্ষক কর্মচারী মন্ডল। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, শিক্ষক, এলাকার সুধীজনদের নিয়ে এক বর্ণাঢ্য র্্যালি, বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সমাপ্ত ও বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারি মোঃ নুর আলম ও সহকারি অধ্যাপক মোঃ শহিদুল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ