ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলার ৩৬তম ওফাত দিবস রোববার

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলার ৩৬তম ওফাত দিবস রোববার

ঝিনাইদহ প্রতিনিধি-
ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর ৩৬তম ওফাত দিবস রোববার। ১৯৮২ সালের এই দিনে তিনি ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য এপার বাংলা ও ওপার বাংলায় বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ভারতের ফুরফুরা দারবার শরীফ ছাড়াও ঝিনাইদহ, ঢাকা ও খুলনাসহ বিভিন্ন স্থানে সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর পৌত্র জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক পীরজাদা মওলানা মোহাঃ আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিকী এক বিবৃতিতে ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলে শরীক হওয়ার জন্য এপার বাংলা ওপার বাংলার মুরিদ, মুতাকেদ্বিন, ভক্ত ও আশেকানদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আরো উল্লেখ করেছেন, দাদা হুজুর পীর কেবলা (রহঃ) এঁর সিলসিলা কেয়ামত পর্যন্ত কায়েম থাকবে ইনশাআল্লাহ।