ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮
এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। ঢাকায় শিক্ষকদের অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বৃহস্পতিবার সকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।
সকালে শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের নন-এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বর্জন করেন। এসময় তারা ক্লাসরুমে তালা দিয়ে রুমের সামনেই অবস্থান নেন।
শিক্ষকরা বলেন, দেশে বর্তমানে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ হাজার ২৪২টি। এসব প্রতিষ্ঠানে এক দশকেরও বেশি সময় থেকে বিনা বেতনে পাঠদান করছেন এমন শিক্ষকের সংখ্যা প্রায় ৮০ হাজার।
ছয় বছর বন্ধ থাকার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সর্বশেষ ২০১০ সালে আওয়ামী লীগ সরকার এক হাজার ৬২৪টি বেসরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজকে এমপিওভুক্ত করে। ‘তহবিল সংকট’ দেখিয়ে তখন বেশকিছু প্রতিষ্ঠানকে আর এমপিওভুক্ত করা হয়নি। বাদ পড়া শিক্ষকরা তখন থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
এই দাবি যতদিন না মানা হবে ততদিন আন্দোলন চলবে বলে জানান আন্দোলনরত শিক্ষকেরা।
এদিকে শিক্ষকদের ক্লাস বর্জন করায় শিক্ষার্থীদের ফিরে যেতে দেখা গেছে। এছাড়াও জেলার ৬ টি উপজেলার বিভিন্ন নন-এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
Design and developed by zahidit.com