ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮
“কথা দিলাম ভবিষ্যৎ গড়ে দিব” স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ্ জেলার শৈলকূপা থানায় প্রতিষ্ঠিত হয়েছে “আব্দুল আজিজ আইডিয়াল স্কুল”। কোমলমতি শিশুদের নীতি-নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় পরিপূর্ণরূপে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। রবিবার দুপুর তিনটায় স্কুলের নিজস্ব ভবনে এর উদ্বোধন করা হয়। গতকাল রবিবার শৈলকূপা থানার কবিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে এক মনরম পরিবেশে প্রতিষ্ঠিানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। স্কুলটি তার নিজস্ব ভবনে কিছু দক্ষ শিক্ষকের দ্বারা পরিচালিত। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রী ভর্তি করানো যাবে। স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকূপা থানা শিক্ষা অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, শৈলকূপা থানা সহকারী শিক্ষা অফিসার জিল্লুর রহমান। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি গোলাম রসূল পান্না। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন “আব্দুল আজিজ আইডিয়াল স্কুল” এর পরিচালক শাহ্রিয়ার পারভেজ সোহাগ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, শৈলকূপা থানার প্রবীণ শিক্ষক বাবু জগন্নাথ, শৈলকূপা থানা প্রেসক্লাবের সভাপতি এবিএম হাসান মূসা। প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বলেন, “এই প্রতিষ্ঠানের প্রতিশ্র“তি গুলোন কার্যকরী। তাই কথায় না দিয়ে কাজে বা¯Íবায়ন করবেন। অবিভাবকদেরও অনেক দায়িত্ব রয়েছে তাদের সন্তান ও এই প্রতিষ্ঠানের উপর।” প্রধান অতিথির বক্তব্যে শৈলকূপা থানা শিক্ষা অফিসার রেজাউল করিম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় এই এলাকার মানুষের জন্য একটি আর্শিবাদ। বিশ্ববিদ্যালয় থাকার কারনে এই এলাকার মানুষ উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছেন। সকল সমস্যার সমাধান শিক্ষা। দেশ ও জাতি গঠনে সকলকে মান সম্পন্ন শিক্ষা গ্রহণ করতে হবে।”
Design and developed by zahidit.com