ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম তাঁর গুণবাচক নামের জিকির করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’
আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْمُقَدِّمُ) ‘আল-মুক্বাদ্দিমু একটি। এ গুণবাচক নামের আমেল বান্দা আল্লাহর নৈকট্য লাভে অগ্রগামী হয় এবং কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়।
আল্লাহর গুণবাচক নাম (اَلْمُقَدِّمُ) ‘আল-মুক্বাদ্দিমু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আল-মুক্বাদ্দিমু’
অর্থ : ‘অগ্রসরকারী; প্রিয় বান্দাদেরকে নিজের নিকট অগ্রসরকারী।
আল্লাহর গুণবাচক নাম (اَلْمُقْتَدِرُ)-এর আমল
ফজিলত
>> যে ব্যক্তি আল্লাহ তাআলার এ পবিত্র গুণবাচক নাম (اَلْمُقَدِّمُ) ‘আল-মুক্বাদ্দিমু’ লিখে নিজের কাছে রাখে বা লড়াইয়ের ময়দানে থাকে সে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হবে না।
>> আর যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম (اَلْمُقَدِّمُ) ‘আল-মুক্বাদ্দিমু’ বেশি বেশি পাঠ করে ওই ব্যক্তি আত্মা আল্লাহ তাআলার অনুগত হয়ে যায়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর গুণবাচক নাম (اَلْمُقَدِّمُ) ‘আল-মুক্বাদ্দিমু’ এর ছোট্ট আমলটি করার মাধ্যমে তাঁর নৈকট্য অর্জনে অগ্রগামী হওয়ার তাওফিক দান করুন। আমিন।
Design and developed by zahidit.com