ক্যাডেট কলেজের ৫৩ তম আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭

ক্যাডেট কলেজের ৫৩ তম আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫৩ তম আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজে মাঠে বিজয়ী দল ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী।
এসময় কলেজের অধ্যক্ষ কর্ণেল সাদীকুল বারী, জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনী দিনের শুরুতে প্রদর্শণ করা হয় মিউজিক্যাল ডিসপ্লে¬। পরে ক্যাডেটদের অংশগ্রহণে রিলে দৌড় ও অভিভাবকদের নানা ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় কলেজের ৩০৭ জন ক্যাডেট ছোট ও বড় দলে ২৮ টি ইভেন্টে অংশগ্রহণ করে। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন কলেজের এ্যাডজুটেন্ট লে. কমান্ডার আসাদুজ্জামান নুর। এবারে আন্ত:হাউজ ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিকভাবে বিজয়ী হয়েছে খায়বার হাউস এবং উপবিজয়ী হয়েছে হুনাইন হাউস। ছোট দলের এবং বড় দলের সেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছে ক্যাডেট অর্ক ও ক্যাডেট জাহিদ।

এ সংক্রান্ত আরও সংবাদ