ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৭
মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (২০ ডিসেম্বর) থেকে ১৪৩৯ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হবে। আগামী ৩০ ডিসেম্বর (১১ রবিউস সানি) শনিবার সারাদেশে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব মো. আনিছুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার ২৯ দিনেই শেষ হয়ে গেল রবিউল আউয়াল মাস।
‘ইয়াজদাহম’ অর্থ এগারো, আর ফাতিহা অর্থ দোয়া। আল্লাহর ওলি বড় পীর হজরত আবদুল কাদের জিলানীর (র.) মৃত্যু (ওফাত) দিবস উপলক্ষে মুসলমানদের দোয়া অনুষ্ঠানই হচ্ছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’। এ দিন ঐচ্ছিক (মুসলিম পর্ব) ছুটি।
ইসলামের অন্যতম প্রচারক আবদুল কাদের জিলানী হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মৃত্যুবরণ করেন। সারাবিশ্বের সকল মুসলমান ওই দিনটি ফাতেহা-ই ইয়াজদাহম হিসেবে পালন করে আসছে।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বিএম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
Design and developed by zahidit.com