ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
আবু হুরাইরা (মন্টি) ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘তারুণ্যের’ বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ক্যাম্পাস প্রাঙ্গনে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্যতম সামাজিক সংগঠন ‘তারুণ্য’ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডের পাশাপাশি এর সদস্যদের নিয়ে নানা কর্মসূচী পালন করে থাকে। এরই অংশ হিসেবে তারুণ্যের আয়োজনে প্রায় ৭০ জন সদস্যকে নিয়ে এক জমকালো বনভোজনের আয়োজন করে। বনভোজনে তারা ক্যাম্পাসে পরিভ্রমণ, ক্রিকেট টুর্নামেন্ট, ছেলে ও মেয়েদের পৃথক বেলুন ফাটানো, বালিশ বদল, ‘টিপু’ খেলা সহ বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচীর আয়োজন করে। বনভোজনে অন্যান্যের মধ্যে তারুণ্যের উপদেষ্টা ও আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল, ইবি প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ইবিসাসের দপ্তর সম্পাদক ইমরান শুভ্র, তারুণের সভাপতি মুমিনুল সিদ্দীকী, সাধারণ সম্পাদক ওয়াহিদ জুবেরী সিজার সহ তারুণের কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
কর্মসূচী ও দুপুরের খাবার শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ‘দুর্বার ও রানার্সআপ হয় ‘অনির্বান’। এছাড়া ম্যান অব দ্য সিরিজ হন বিজয়ী দলের তুহিন।
Design and developed by zahidit.com