ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭
আল-আমিন শেখ: ডাকবাংলা প্রতিনিধি:
মাদ্যমিক পর্যায়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ১ নভেম্বর শুরু হবে। এ লক্ষে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারয়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫৮ নং কেন্দ্র হিসেবে জেএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পূর্ণ করার উদ্দেশ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এলাকার সুধীজন ও কেন্দ্রের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মতবিনিময়সভা গতকাল রবিবার সকাল ১১টার দিকে উত্তর নারয়নপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উত্তর নারয়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব আবু দাউদ। তিনি বলেন, পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে কোন অসুবিধায় পড়তে না হয় এবং সবাই যাতে স্বতস্ফুর্তভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে সেজন্য সকলকে সুদৃষ্টি রাখার জন্য সকলকে পরামর্শ দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকবাংলা স্থায়ী ক্যাম্প ইনচার্জ আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উত্তর নারয়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম, চান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, হলিধানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, মধুহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।
বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জেএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলকে সততা, ন্যায় পরায়নতা ও নিষ্ঠার সহিত দ্বায়িত্ব পালনের জন্য আহ্বান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর নারয়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহম্মেদ। এ সেন্টারে ১৫টি বিদ্যালয়ের অধিনে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৩৭৮ যার মধ্যে ছাত্র ৬৪৭ এবং ছাত্রী সংখ্যা ৭৩১।
Design and developed by zahidit.com