ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৭
শনিবার যশোর জিলা স্কুলে খুলনা বিভাগীয় আরবি ভাষা ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্যা, প্রতিযোগিতার সমন্বয়ক উপাধ্যক্ষ নুরুল ইসলাম। এ সময় প্রতিযোগিতার ২৩ প্রতিযোগীর মধ্যে ৮ জন শিক্ষার্থী ইয়েস কার্ডের জন্য নির্বাচিত হয়েছে। পরে প্রধান অতিথির হাত থেকে ইয়েস কার্ড, ক্রেস ও সনদপত্র গ্রহণ করে বিজয়ীরা।
ইয়েস কার্ডপ্রাপ্তরা হল- মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার আলকামা, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ফাইজুল্লাহ, বাগেরহাট আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার আসলাম হোসাইন, যশোরের ঝিকরগাছা দারুল উলুম মাদ্রাসার বেলাল হুসাইন, যশোরের পুরাতন কসবা দারুল উলুম মাদ্রাসার মো. আবদুল্লাহ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার মোস্তাফিজুর রহমান, যশোর আমিনিয়া কমিল মাদ্রাসার মাসউদুর রহমান, সাতক্ষীরার হযরত আবু বক্কর সিদ্দিক মাদ্রাসার আহম্মদ বিন হাবিব।
Design and developed by zahidit.com