ইবিতে “ডাকঘর” নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৭

ইবিতে “ডাকঘর” নাটক মঞ্চস্থ

 

আবু হুরাইরা ———— ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) ২৬ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক “ডাকঘর” মঞ্চস্থ হয়েছে। শনিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্্েরষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ওয়াহিদুজ্জামান শাওনের নির্দেশনায় ও বিশ্ববিদ্যালয় থিয়েটার প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়।

বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের ২৬ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা সহ কুসংষ্কারাচ্ছন্ন সমাজের প্রতিচ্ছবি হিসেবে রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। এতে বিভিন্ন চরিত্রের অভিনয় করেন তন্ময় সেন (মাধব দত্ত), শাওন ( অমল), আরিফ ( মোড়ল), হাসিব (কবিরাজ), এনামুল (ঠাকুরদা), সাব্বির (প্রহরী), রউফ (দইওয়ালা ) , আলপনা ( সুধা), মাহিম (রাজ কবিরাজ), তারিক (রাজদূত) প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন থিয়েটারের উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান ম-ল, প্রফেসর ড. আব্দুল মোতালেব, প্রফেসর ড. শামসুল হক, বিশিষ্ট নাট্যকার গাউসুল আযম, থিয়েটারের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, ইকবাল আহমেদ প্রমূখ

থয়েটারের সভাপতি ওয়াহিদুজ্জামান শাওন বলেন, ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষক-শিক্ষার্থী ও আমাদের শুভাকাঙ্খীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী এ রবীন্দ্রনাথের নাটকটি মঞ্চস্থ করেছি।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ