ইবি শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৭

ইবি শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন

আবু হুরাইরা, ইবি: ক্লোন ক্যান্সারে আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সামিহা সুলতানাকে বাঁচাতে এগিয়ে আসুন। সে তার বিভাগে দ্বিতীয় তম।

সামিহা সুলতানা ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আনন্দনগর গ্রামের মো: বাদশা আলমের মেয়ে। সামিহা দীর্ঘদিন ধরে ক্লোন ক্যান্সারে ভূগছে। এখন পর্যন্ত অসুস্থতার কারণে ইন্ডিয়ার ভেলরের সিএমসি হাসপাতালে প্রায় ১০-১২ লক্ষ টাকা তার পরিবার ব্যায় করেছে। তার চিকিৎসা বাবদ আরও ১৫ লক্ষ টাকার মত ব্যায় হবে বলে তার পরিবার প্রতিবেদককে জানিয়েছেন।

পরিবারের পক্ষে তার চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছেনা। তাই তারা সামিহার চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও সমাজের বিত্তবানদের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন।

ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে তার শুভাকাঙ্খী ও বন্ধুরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও এলাকাতে গিয়ে ক্যাম্পেইন করে টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে। তার বন্ধুদের মধ্যে আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন।

সামিহা সুলতানাকে সাহয্য পাঠানোর ঠিকানা সঞ্চয়ী হিসাব নম্বর- ২০১০০৯৯৪৭, সোনালি ব্যাংক শেখপাড়া শাখা, ঝিনাইদহ। সঞ্চয়ী হিসাব নম্বর-১৯৩১০৩৪৫৮৪০ ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, যশোর শাখা। বিকাশ নম্বর-০১৯০৫-৪৪৭৮৩৪ (ব্যাক্তিগত)।

এ সংক্রান্ত আরও সংবাদ