কালীগঞ্জের শোভন রায় ৫০ হাজার টাকার জন্য মেডিকেলে ভর্তি হতে পারছে না

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৭

কালীগঞ্জের শোভন রায় ৫০ হাজার টাকার জন্য মেডিকেলে ভর্তি হতে পারছে না

 

টিপু সুলতান ঃ
পিতার অভাবী সংসারের দারিদ্রতাকে হার মানিয়ে বরাবরের মত এবারো মেধায় স্বাক্ষর রেখেছে ঝিনাইদহ কালীগঞ্জের শোভন রায়।হতদরিদ্র পরিবারের সন্তান সে ।ছোটবেলা থেকে পড়া লেখায় খুবই ভাল ছিল ।অবশেষে তার মনের ইচ্ছা টা পুরন হয়েছে ।ডাক্তারি পরীক্ষায় চান্স পেয়ে ।কিন্তু হতাশায় পড়েছে তার বাবা, কিভাবে এখন ভর্তির টাকা সংগ্রহ করবে । ৫ম এবং ৮ম শ্রেণিতে বৃত্তি পেয়েছিল। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল শোভন রায়।
কালীগঞ্জ আলহাজ্ব আমজাদ আলী এন্ড ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সার্বিক সহযোগিতায় শোভন রায়ের দিন মজুর পিতা রঞ্জন রায় দুই ছেলে মেয়েকে প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শোভন রায় এবার ডাক্তার হবার প্রত্যাশা নিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। শত দারিদ্রতার মধ্যেও বই পুস্তককে আঁকড়ে ধরে স্বপ্নের ডাক্তার হবার বাসনার প্রথম সিড়িতে পা রাখলো সে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় ৭৬.৫ নম্বর পেয়ে শোভন রায় রাজধানী ঢাকার সায়েদাবাদ সরকারি মুগ্ধা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে।কালীগঞ্জ শহরের কলেজ পাড়ার বাসিন্দা শ্রী রঞ্জন রায় দীর্ঘ ১৫/১৬ বছর যাবত কালীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের ব্যবসায়ি প্রতিষ্ঠানের কর্মচারীর কাজ করে সামান্য বেতনে। এই প্রতিষ্ঠানের সীমিত আয় দিয়ে এক ছেলে ও এক মেয়ের লেখা পড়া সহ অতিকষ্টে সংসারের যাবতীয় ব্যয়ভার চালিয়ে যাচ্ছেন।শোভনের বাবা একজন শান্ত ও ভদ্র লোক ।এদিকে শোভন ছোট বেলা থেকে পড়া লেখার দিকে খুবই মনোযোগি ছিল ।তার ইচ্ছা ছিল ডাক্তার হবে । শোভন রায় মেডিকেলে চান্স পাওয়ায় তার পিতা বর্তমানে দুশ্চিন্তায় পড়েছেন। ভর্তির জন্য এই মুহুর্তে দরকার প্রায় ৫০ হাজার টাকা।এ টাকা তিনি কোথায় পাবেন, কে দেবে ছেলের ভর্তির টাকা । সামান্য বেতনের চাকুরিতে সংসার চালানো যেখানে কষ্টের ব্যাপার, সেখানে বাড়তি সঞ্চয় বলে কিছুই নেই রঞ্জন রায়ের।শোভনের ভর্তির জন্য ৫০ হাজার টাকা জোগাড় করতে না পারলে সে ভর্তি হতে পারবে না ।তার বাবা ছেলের ভর্তির টাকা নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে কিভাবে ছেলে কে ভর্তি করা যাবে ।তার এ সাফল্য কে দেশ বাসিকে এবং কালীগঞ্জ বাসিকে অনুপ্রানিত করবে । ছেলেকে ভর্তির জন্য রঞ্জন রায় সমাজের ধণাঢ্য, উচ্চবৃত্ত, দানশীল ব্যক্তি সহ দেশ প্রেমিক জনপ্রতিনিধি,সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগের মোবাইল নং ০১৭১১-২৭১৪৯০।

এ সংক্রান্ত আরও সংবাদ