ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত হাসানুর রহমান সাদ্দামকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ দাস জানিয়েছেন।
সাদ্দাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি ইবি থানার লক্ষীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার বাবা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ কর্মচারী।
ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। এছাড়া তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়। বর্তমানে সে ইবি থানায় আটক আছে।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে সাদ্দামকে মাদক দ্রব্যসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ’
এদিকে মাদক সম্রাট সাদ্দামকে ছাড়িয়ে নিতে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায় থেকে যোগাযোগ করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, হাসানুর রহমান সাদ্দাম বিশ্ববিদ্যালয়ে ‘মাদক সাদ্দাম’ নামে পরিচিত। অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে নিয়মিত মাদক দ্রব্য সরবরাহ করেন তিনি। গত বছর এই সাদ্দাম মাতাল অবস্থায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে প্রকাশ্যে এক ছাত্রীকে বেদম প্রহার করে। এজন্য তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Design and developed by zahidit.com