ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৭
ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ সংঘবদ্ধ, সম্প্রীতিময়, কল্যাণমুখী ও অরাজনৈতিক চেতনায় জাগ্রত এই স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ঝিনাইদহ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন । আজ বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদমিনারে কেক কেটে ও এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এই সংগঠনটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানটিতে এম এইচ হাসানুজ্জামান মুনফারেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোভেল পলিটিক্যাল ইন্সটিটিউট এর অধ্যক্ষ ও মাল্টিমিডিয়া একাডেমি এর প্রতিষ্ঠাতা জনাব নাজমুল হাসান রিগান । অনুষ্ঠানে ঝিনাইদহ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন’র আগামী এক বৎসর মেয়াদী কার্যনির্বাহী কমিটি করা হয়। কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সংগঠনটির প্রতিষ্ঠাতা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সবুজ হোসেন, সহ সভাপতি – নুপুর সরকার, কেসি কলেজ,সাধারন সম্পাদক খালিদ হাসান- কে,সি কলেজ, যুগ্ম সাধারন সম্পাদক আসিফ ইশতিয়াক ইবি, কুষ্টিয়া, সাংগাঠনিক সম্পাদক – ইমরান হোসেন রাজু, কেসি কলেজ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক -উজ্জল বিশ্বাস সূর্য- কে সি কলেজ,তথ্য ও প্রচার সম্পাদক – আব্দুস সবুর, ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ,নির্বাহী সদস্য- চৈতী বিশ্বাস (ইবি),নির্বাহী সদস্য – কামারুজ্জামান কাজল, ইবি কুষ্টিয়া।
ঝিনাইদহ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন’র নবগঠিত কমিটির সভাপতি সবুজ হোসেন জানান, ছাত্র-ছাত্রীদের প্রকৃত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এবং বেকারত্ব দূরীকরণের মাধ্যমে সামাজিক উন্নয়নে অংশ নিয়ে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতেই আমাদের এই সংগঠন।
Design and developed by zahidit.com