ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭
আহমেদ নাসিম আনসারী
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ”আমরাও পারি”র রেকর্ডিং হয়ে গেল ঝিনাইদহে। জাহেদী ফাউন্ডেশন পরিচালিত মুসা মিয়া বুদ্ধি বিকাশ (অটিস্টিক) বিদ্যালয়ে এ সকল বুদ্ধি প্রতিবন্ধি ছেলে-মেয়েদের পাঠদান কার্যক্রম, নৃত্যের ভিডিও ধারন ও সাক্ষাৎকার নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার জনাব আবু তৌহিদ, ঝিনাইদহের গর্ব সংগীত শিল্পী বাউল রাসেল, প্রেজেন্টার সারা ও ইসফা খানম, ক্যামেরা ম্যান আল আমিন ও ক্যামেরা এ্যাসিসটেন্ট আরিফ আল আজাদ ।
মুসা মিয়া বুদ্ধি বিকাশ (অটিস্টিক) বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফানহানা মুর্শিদা জানান, মুসা মিয়া বুদ্ধি বিকাশ (অটিস্টিক) বিদ্যালয় ঝিনাইদহ জেলার একমাত্র অটিস্টিক বিদ্যালয়। এ বিদ্যালয় অন্যান্য বিদ্যালয় থেকে সম্পূর্ন আলাদা। এখানকার বাচ্চারা তাদের সাধ্যমতো করেছে। আমাদের জন্যে এইটা একটা বিরাট পাওনা। বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ এ ধরনের একটি জনপ্রিয় অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়কে সংযুক্ত করার জন্য।
তিনি আরও জানান, এসময় বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আমিনুর রহমান টুকু, সদস্য জনাব শরিফা খাতুন, শিক্ষকসহ সকল কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বিটিভিতে একমাস পর প্রচারিত হবে।
Design and developed by zahidit.com