ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান রেখে উপস্থাপন করা হয়। নতুন কোন করারোপ ছাড়াই ৯০ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।
ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুজ্জামান, প্যানেল চেয়ারম্যান মোজাম মন্ডল, ইউপি সদস্য আবু বক্কর বিশ্বাস, শহিদুল ইসলাম, আতিয়ার রহমান, মধু বিশ্বাস, আমিরুল ইসলাম, রোজিনা খাতুন, সারা খাতুন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আনারুল ইসলাম, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ অন্যান্যরা।
বাজেট সভা শেষে করোনা ভাইরাস রোধে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল।
Design and developed by zahidit.com