হরিণাকুণ্ডুতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

হরিণাকুণ্ডুতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এম, সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৃক্ষরোপণ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৩ মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেণ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। উপজেলার সরকারি লালনশাহ কলেজ প্রাঙ্গণ, প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ ও সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ফলজ ও ভেষজ প্রজাতির দু‘টি করে গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, প্রাথমিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে ৪‘শ গাছের চারা রোপণ করা হবে। পরে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
এসময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, ওয়ার্ড কাউন্সিলর শুভঙ্কর বিশ^াস, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক আরাফাত আব্দুল্লাহ এপি, তহিদুল ইসলাম তহিদ, সাংগঠনিক সম্পাদক বিবরণ বিশ^াস, সজিব আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রুবেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ