ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব হরিণাকুণ্ডু এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব হরিণাকুণ্ডু এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

এস.এম শিহাব
হরিণাকুণ্ডু-

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব হরিণাকুণ্ডু।
সোমবার (১৩ এপ্রিল) প্রায় ১০০ পরিবারে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সাবান বিতরণ করেন তারা। জনসমাগম এড়াতে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী তুলে দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন শিক্ষার্থী দিনভর এ কাজে সহায়তা করেন। তাদের ভিন্নধর্মী উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তৌকির মাহফুজ মাসুদ বলেন, “যেখানে অন্যান্য নেতারা ত্রাণসামগ্রী দিতে রাস্তায় জনসমাগম করছেন সেখানে আমরা বাড়ি বাড়ি গিয়ে পরিচয় গোপন করে ত্রাণ প্রদান করেছি। এমনকি তাদের ত্রাণ দেয়ার কোন ছবি আমরা তুলিনি। ” শাহিনুর রহমান বলেন,” যাদের ত্রাণ প্রদান করেছি তারা সকলেই পরিস্থিতির শিকার। তাই ছবি তুলে সামাজিকভাবে তাদের হেয় করার কোন অধিকার আমরা রাখি না। অন্যান্যদের নিকটও অনুরোধ থাকবে ত্রাণ দেয়ার সময় তারা যেন কোন ছবি না তোলে এবং সম্ভব হলে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে আসে।
ত্রাণের অর্থের উৎস জানতে চাইলে রাফাত বিন ইসলাম শোভন জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এম. আমিনুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী তাদের ত্রাণ সামগ্রীর জন্য অনুদান দিয়েছেন। ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান। একইসাথে বিত্তবানদের পাশে থাকার আহবান জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ