ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৪’শ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর স্কুল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পৌরসভার চিথলীপাড়া এলাকার আমেরিকা প্রবাসী সঞ্জয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি সঞ্জয় কুমার সাহার পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় শিশুকলি স্কুলের সহকারি প্রধান শিক্ষক মানোয়ার হোসেন, ভবানীপুর স্কুলের সহকারি শিক্ষক মিজানুর রহমান, হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাল, ডাল, আলু, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন ঘরবন্দী এসকল নিম্ন আয়ের পরিবারগুলো।
Design and developed by zahidit.com