ঢাকা ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
এম.সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু –
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু শীর্ষক নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এ সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যের উপর অনুষ্ঠিত আলোচনায় সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী, সরকারি লালন শাহ্ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শিরিন আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমুখ বক্তব্য দেন।
সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।
Design and developed by zahidit.com