ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৭
আবু হুরাইরা (মন্টি),ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল ¯œাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। সারাদেশের ২৯৩ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানিয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-এর আওতাধীন ফাজিল ¯œাতক ১ম বর্ষ র্(অনিয়মিত) ও প্রাইভেট (শিক্ষাবর্ষ ২০১৪-১৫), ফাজিল ¯œাতক ২য় বর্ষ ও প্রাইভেট (শিক্ষাবষর্ ২০১৪-১৫) এবং ফাজিল ¯œাতক ৩য় বর্ষ ও প্রাইভেট (শিক্ষাবর্ষ ২০১৩-১৪) এর পরীক্ষা আগামী ৮ আগস্ট শুরু হয়ে শেষ হবে ৭ নভেম্বর।
দেশের ২৯৩ টি কেন্দ্রে ৬০,৭৬৩ জন ছাত্র ও ৩০,৮৮৪ জন ছাত্রী সর্বমোট ৯১,৬৪৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ১ম বর্ষে ছাত্র ১,৮৬৩ ও ছাত্রী ৯৩৬, ২য় বর্ষে ছাত্র ৩৩,৯৫২ ও ছাত্রী ১৬,৬৭৩ এবং ৩য় বর্ষে ছাত্র ২৪,৯৪৮ ও ছাত্রী ১৩,২৭৫ জন।
Design and developed by zahidit.com