ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্কঃ
৭ বীরশ্রেষ্ঠ ও সকল শহীদদের স্মরণে সারা দেশে ৭ হাজার জাতীয় পতাকা বিতরণ শুরু করেছে ‘ঝিনুকদহ ভাষা পরিষদ’ নামের একটি সংগঠন।
বৃহস্পতবিার সকালে ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজে পতাকা বিতরণের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জাতীয় পতাকার গুরুত্ব ও ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী সরকারি কেসি কলেজ, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ, উজির আলী স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা বিতরণ করা হয়।
নতুন প্রজন্মসহ সকলের মধ্যে দেশপ্রেম নতুন করে পুন:জাগ্রত করার লক্ষ্যে ‘পতাকা বিপ্লব’ নামের এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
Design and developed by zahidit.com