ঝিনাইদহে বিষয়খালী কেন্দ্রে সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ১৪ শিক্ষার্থী

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮

ঝিনাইদহে বিষয়খালী কেন্দ্রে সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ১৪ শিক্ষার্থী

বসির আহম্মেদ, ঝিনাইদহ :

সারা দেশে শুরু হওয়া প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নিচ্ছে ১৮ বিদ্যালয় ।

এর মধ্যে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ৪শত ৪৩জন ও ১টি ইবতেদায়ী মাদ্রাসার ২২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। যার মধ্যে প্রাথমিকে ১০ জন ও ইবতেদায়ী ৪ জন সর্বমোট ১৪ জন অনুপস্থিত।

ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার পক্ষে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব আফরোজা নূর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্র সচিব বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুমার বিশ্বাস জানান, এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে।

হল সুপারের দায়িত্ব পালন করছেন রুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও সহকারী হলসুপারের দায়েত্ব পালন করছেন পোড়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী নূর।

বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা অফিসার হামিদুল ইসলাম।

পরীক্ষা কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ