ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৭
৫৬ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত জার্মান অভিবাসী ইয়াকুব ইলমায (Yakub Yilmaz)। বার্লিনের নিউ কোলন এলাকায় খুঁজে পেয়েছেন ২২টি স্বর্ণের বার এবং ৩৫ হাজার ইউরো। ইয়াকুব ইলমায ব্যাগভর্তি স্বর্ণের বার এবং ইউরো পুলিশের কাছে হস্তান্তর করে সততার পরিচয় দিয়েছেন। খবর বার্লিন কুরিয়ার (berliner-kurier.de)।
ইয়াকুব ইলমায তুরস্কের মুসলিম নাগরিক। তিনি জার্মানির বার্লিন শহরে বসবাস করেন। ২০০৪ সালে এক সড়ক দুর্ঘটনায় তার শরীরের ৬০ শতাংশ অঙ্গ অক্ষম হয়ে যায়।
Design and developed by zahidit.com