ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮
ঝিনাইদহ সংবাদ ডেস্ক –
ঝিনাইদহে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিশু একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আছাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, সনাকের সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। সমন্বকারী ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক একে এম ফয়সানুল কবির। প্রতিযোগীতায় জেলার মাধ্যমিক ও কলেজের ৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২ জন সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আগামী ১২ এপ্রিল ঝিনাইদহের এই ১২ জন প্রতিযোগী খুলনার বয়রা মহিলা কলেজে বিভাগীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।
Design and developed by zahidit.com