প্রাণীসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

প্রাণীসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –
প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরকারি ভেটেরিনারি কলেজের সামনে এ কর্মসূচী পালন করে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন।
এসময় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা: আবদুল হাই, উপাধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ, বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের সহ-সভাপতি জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক লুবান মাহফুজ মিশুক, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ফাহিম হাসান সনি, সুরাইয়া ইসলাম রুম্পা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন কর্মচারী সমন্বয় পরিষদ কলেজ শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন সোহাগসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাণিসম্পদ সেক্টরে অর্গানোগ্রাম এমন একটি সুপরিচিত শব্দ যা প্রথম বর্ষে ভর্তি হওয়া একজন ছাত্র থেকে চাকুরীর শেষ পর্যায়ে চলে আসা একজন লাইভস্টক ক্যাডারের মুখে মুখে। সুস্থ-সবল, মেধাবী জাতি গঠনে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এই সেক্টরে জনবল বৃদ্ধি একটি মূখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেক বছর ধরেই নানা অজুহাতে বন্ধ হয়ে আছে প্রাণিসম্পদ সেক্টরের অর্গানোগ্রাম বাস্তবায়নের কাজ। এসময় শীঘ্রই অর্গানোগ্রাম বাস্তবায়িত না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে হুশিয়ারি প্রদাণ করেন বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ