ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৮
সাজ্জাদ আহমেদ,ঝিনাইদহ ঃ
শনিবার দিনব্যাপী ঝিনাইদহের সদর উপজেলার নারকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে গৌরবের ৫০ বছর পেরিয়ে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলন উদযাপন কমিটির আয়োজনে স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গনে সৌহার্দ্য বিনিময়, র্যালী পেশাক গ্রহন, বর্ণাঢ্য র্যালির শুভ সূচনা, প্রধান অতিথি ও অতিথিদের বরণ,আসন গ্রহন,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,গীতা থেকে পাঠ,জাতীয় সংগীত পরিবেশন ও অনুষ্ঠানের উদ্বোধন,স্বাগত বক্তব্য ও স্মৃতিচারণমূলক বক্তব্য,মধ্যহ্ন ভোজ এবং অতিথিদের বক্তব্য ও সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। বিকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলন উদযাপন কমিটির আহবায়ক নারকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান ।সকালে র্যালী ও অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন ।
আলোচনা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান সহ অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধা,পরিচালনা পরিষদ,সাবেক ও বর্তমান সভাপতি,বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের,অবসরকালীন শিক্ষকদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। আলোচনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান শেষে সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।গৌরবের ৫০ বছর পেরিয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ছুটে এসে দিনব্যাপী এক মিলন মেলায় রুপনেয়।
Design and developed by zahidit.com