আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ:-
শিমুল পলাশ, কষ্ণচূরায় আজি সেজেছে ধরা নব যৌবনের রাঙা পল্লব তারুন্যের উৎসবে মাতোয়ারা। এই স্লোগানকে ধারণ করে কথন সাংস্কৃতিক সংসদ কসাস এর আয়োজনে, সরকারি কেসি কলেজ শহীদ মিনার চত্বরে বুধবার সকাল ১১টার সময় ঋতুরাজ বসন্ত উৎসব ১৪২৪ উৎযাপন করে সংগঠনটি।
কথন সাংস্কৃতিক সংসদ কসাস এর সভাপতি উম্মে সায়মা জয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেসি কলেজের সাবেক উপাধ্যাক্ষ প্রফেসর সুনীল চন্দ্র দাস, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মনোয়ারুল হক লাল, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রাইহান, কথন সাংস্কৃতিক সংসদ বসাস এর প্রধান উপদেষ্ঠা মিজানুর রহমান।
এক সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ মিনার চত্বরে মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠা নাচ,গান, কবিতা আবৃতি, নাটক,এর মাধ্যে দিয়ে বসন্তকে বরণ করে নেয়। সেসমায় কসাসের উপদেষ্টা শিক্ষক মন্ডলী সুধীজন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেন নেতৃবৃন্দ সহ কলেজের ছাত্র ছাত্রী বিন্দ এ মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে কসাস বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ভুড়িভোজের আয়োজনে মধ্যে দিয়ে দিবসটি পালন করে।