ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার ৮১ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন করা হয়েছে।
০৭.০২.২০১৮ ইং বুধবার দুপুরে সদর উপজেলার উপজেলা পরিষদ কার্যালয়ে এ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন, সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহম্মেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, শিক্ষক নেতা মহিউদ্দিন।
এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ পদ্ধতি চালুর মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিদিনের উপস্থিতি জানানো হবে অভিভাবকদের। ফলে শ্রেণীকক্ষে উপস্থিতি বাড়বে ও শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবে বলে আশা আয়োজকদের।আলোচনা সভা শেষে ৫০ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা বৃত্তি প্রদাণ করা হয়।
Design and developed by zahidit.com