সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা

ঝিনাইদহের কালীগঞ্জের মহেশ্বরচাঁদায় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় উপজেলার মহেশ্বরচাঁদায় কার্ড মহিলা সমিতির অফিস কক্ষে সমাজ উন্নয়ন কর্মী ও কেঁচোসার উৎপাদন উদ্যোক্তা মর্জিনা বেগমের অর্থায়নে ও আয়োজনে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জিনিয়াস ডিবেটিং ক্লাব, জিনিয়াস সায়েন্স ক্লাব ও এলাকার নারী পুরুষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


জিনিয়াস সায়েন্স ক্লাবের সভাপতি আশিকুর ইসলাম আবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনিয়াস ডিবেটিং ক্লাবের সভাপতি মোস্তফা ইবনে মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনিয়াস সায়েন্স ক্লাবের অর্থ সম্পাদক রোহানুর রহমান অন্তু, সদস্য সাজিম আহসান প্রমুখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মর্জিনা বেগম।


মর্জিনা বেগম বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে আজ স্বামী-স্ত্রী, ভাই-ভাই, পিতা-সন্তানের মধ্যে সম্পর্কের অবনতি, রাজনীতিতে হানাহানি, খুন, ধর্ষণ, হামলা-মামলাসহ সর্বক্ষেত্রেই অশান্তি বিরাজমান। এর হাত থেকে বাঁচতে হলে আমাদের পারিবারিক, সামাজিক ও গ্রাম্য আদালত গঠন করতে হবে। কোন বিরোধ সৃষ্টি হলে আদালতের মাধ্যমে তা দ্রুত নিরসনের ব্যবস্থা নিতে হবে। কমপক্ষে মাসে দু’বার এক জায়গায় বসতে হবে। নিজেদের মধ্যে সম্পর্ক উন্নতির জন্য যা কিছু করার তা করতে হবে। ধর্মীয় অনুশাসনে নিজেদের জীবন গড়তে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ