মাসকলাই চাষ বাড়াতে প্রণোদনা

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

মাসকলাই চাষ বাড়াতে প্রণোদনা

শেখ ইমন,স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের শৈলকুপায় কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিই মূল লক্ষ্যে কৃষি বিভাগের। সেই লক্ষ্যেই ৩০০ কৃষককে বিনামূল্যে ৫কেজি মাসকলাই বীজ,১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম,কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান,অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল হাসনাত,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত ঘোষ সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা।

কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন,‘শৈলকুপা উপজেলায় এবার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাইয়ের বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন। মাসকলাই চাষে কৃষকদের যেকোন সমস্যায় কৃষি বিভাগ পাশে থাকবে।’