২শিশু বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭

২শিশু বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মানবাধিকার সংগঠন আরডিসি ও প্রশাসনের হস্তক্ষেপে ২ শিশু বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো।

প্রাপ্ত সূত্রে প্রকাশ, মানবাধিকার সংগঠন আরডিসির হটলাইনে সংবাদ পেয়ে মহেশপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে জানালে উপজেলার পৃথক ২ গ্রামে ২টি বাল্য বিয়ে বন্ধ করা হয়। জানা গেছে, ফতেপুর ইউনিয়নের বেড়েরমাঠ গ্রামের মোঃ আসাদ আলীর কন্যা আসমা খাতুন(১৫)কে ২৮শে অ্েক্টাবর বিয়ের দিন ধার্য করা হচ্ছিল।

 

এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম মেয়ের পরিবারকে চৌকিদারের মাধ্যমে ফতেপুর ইউনিয়ন পরিষদে ডেকে আনা হয়। ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ ও আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের উপস্থিতিতে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অভিভাবক লিখিত অঙ্গীকার করেন।

 

একই দিনে নেপা ইউনিয়নের বাকোসপোতা গ্রামের আবু সিদ্দিকের মেয়ে কোলাøা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী নাসরিনকে বিবাহের দিন ধার্য ছিল। উপজেলা প্রশাসন সংবাদ পেয়ে মহিলা বিষয়ক অফিসের প্রতিনিধি ও স্থানীয় চেয়ারম্যান মিলে বিয়ে বন্ধ করেন। ফলে তড়িৎ পদক্ষেপ গ্রহন করায় ২টি শিশু বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল।

এ সংক্রান্ত আরও সংবাদ